অবিনাশী
সাফিকা জহুরা জেসী
খুব করে মনে পরছে আজ তোর কথা
তোর সেই হাসি মাখা মুখ; দুষ্টুমিতে মাখা!
পাঞ্জাবীর পকেটে আজও কি যত্ন করে রাখা…
আমার দেয়া রুমালটি… সুন্দর ভাঁজে?
কনকনে শীতেও ঘাম মোছার অজুহাতে গালে, কপালে
ঠোঁটে ছোঁয়ানোতে, আমিই মুখ লুকাতাম লাজে!
খুব করে ভালো বাসতে মন চাইছে আজ তোকে
অভিমানে দূরে সরে গেলে, যে আদর সোহাগ দিতি
সেই রোদেলা দুপুর, প্রেম ছড়ানো থোকা থোকা জ্যোৎস্নাকে!
চুলে ফুল পরানো, রবীন্দ্রগঙ্গীতে ঘুম পাড়ানো
চোখের পাতায় উষ্ণ হাওয়ায় চুপটি করে ঘুম ভাঙানো
আকাশের মতো পেতে দিতি, মিস করছি সেই বুকটাকে!
খুব করে ফিরে পেতে ইচ্ছা হয় তোকে বারেবার
তুই যে ছিলি আমার ক্লান্তির ঘাম মোছানো শীতল স্পর্শ
সকল খুচরো বিষাদ ভুলে থাকার একমাত্র আধার!
মাঝে মাঝে ভেতরটা মোচড় দিয়ে উঠে, বুকটা ছিঁড়ে যায় জানিস
ক্ষনিকের মাঝেই আবার নিজেকে সামলাতে পারি
তোর উপলব্ধি জানান দিয়ে যায় তুই যে আমার সাথেই থাকিস!
চিরকালের সুন্দর স্বপ্নের মতো তুই রবি অবিনাশী
সকল শুরুতে, সকল শেষে, সকল দিবা-নিশি;
তুই ছিলি, তুই রবি নিঃশ্বাসে নিঃশ্বাসে
স্টেশন পিছে ফেলে যাবার কষ্ট ভুলে সফর পূরণের সাহস হয়ে
সকল স্মৃতি বুকে, প্রাপ্তির সুখ মুখে, তুই রবি
আমার ঘরে দশ বাই বারো ইঞ্চির ফ্রেমে বকুলের সুবাসে!
১ Comment
very good job. Congratulations.