১৯৩ বার পড়া হয়েছে
অবগাহন
তানজারীন ইফফাত শাতি
ইচ্ছে আমার আকাশের বুকে তারা হয়ে জ্বলি
তারাদের ভীড়ে কেবল আমিই একা,
এই রাতে চাঁদ জ্যোৎস্নার মাখামাখিতে আমি শুধু একাই থাকি।
ঐ আকাশের একলা গহীনে
আমার আর মন ভেজানো হয় না আকাশ-প্রদীপ জ্বেলে।
প্রতীক্ষার প্রহরে শূন্যতা আসে,
থেকে থেকে বাজে হৃদয়ের বীণা
আপন করে আসে সেই অচেনা সুর
দেহবল্লরী নেচে নেচে ওঠে,
আমি অবগাহন করি আকাশ তোমার নীলিমা ছুঁয়ে।
১ Comment
বাহ্ সুন্দর! কবিতাশৈলী।