অপ্সরী
এটিএম ফারুক আহমেদ
একবার, শুধু একবার ঘন কুয়াশার আঁধারে
তোমায় দেখেছিলেম অনেক বর্ষ আগে
তারপর বহুবর্ষ গুজারি যায়,
বহু অপেক্ষার প্রহর শেষ হয়ে যায়
এ পথ ধরে তোমার আর আসা হয়নি
মনে হয় যেন কোন এক সময়েও
এ পথ ধরে যাওনি কখনো তুমি
অথচ আমি ঠিকই একদিন শীতের কুয়াশার চাদরে ঢাকা
সন্ধ্যায় আলো আধাঁরিতে
তোমায় এ পথ দিয়ে একাকী যেতে দেখেছি
একটি অস্ফুট হাসিও আমার কানে এসেছিল
আজও স্পষ্ট সেই মৃদু অস্ফুট হাসি আমি শুনি
সেই হাসির শব্দ আর একবার শোনার জন্যে
আমি সেই হতে আজ অব্দি এ-ই সময়ে
এ পথের ধারে একাকী বসে থাকি
কই, তুমি তো আর আসো না
অথচ কতটা আশা আমার, কতোটা সাহসী প্রত্যাশা আমার-
তুমি অবশ্যই আসবে এ-ই চেনা পথ ধরে
আর অপেক্ষমান আমি সন্ধ্যার অন্ধকার ক্ষণে মুখোমুখি বসবো তোমার সামনে
অন্ধকারে, জমকালো আঁধারে সাবধানী তুমি আস্তে আস্তে পা টিপে টিপে আসবে আমার পাশে, গা ঘেঁষে বসবে
সে-ই আশায় আজও পথ চেয়ে পথে বসে আমি।
আস-, ফিরে আস আরেকবার ঐ মাহেন্দ্রক্ষণে,
যেইক্ষণে ঘনকুয়াশার চাদরে ঢাকা তোমাকে প্রথম দেখেছিলাম আমি
অপ্সরী, কথা কও অস্ফুট স্বরে
নীরব সারল্যে শুনি আমি!
_________
এটিএম ফারুক আহমেদ
১৫.০১.২০২৩ইং