২০৫ বার পড়া হয়েছে
অপেক্ষা।
সুরমা খন্দকার।
তোমার আমার এই অপেক্ষা সময়ের, সংঘাতের।
দুর্দান্ত কোনো ক্রিকেট ম্যাচে ৩ বলে ৮ রানের অপেক্ষা না।
কিংবা গহীন রাতের আঁধার ভেদ করে সকাল দেখার অপেক্ষাও না।
এই অপেক্ষা কেবলই অপেক্ষা,
স্হায়ী অপেক্ষা, অনন্ত কালের অপেক্ষা।
পৃথিবীর ভূপৃষ্ঠে কোষ মিশে যাওয়া অবধি অপেক্ষা।
বায়ুমন্ডলের শেষ অক্সিজেন কণা ফুরিয়ে যাওয়া অবধি অপেক্ষা।
আমাদের এই অপেক্ষা সময়ের স্রোতে-
হৃদয়ে বিদ্যুত চমকায়, ঝড়ের পর ঝড় হয়,
লন্ড ভন্ড ভাসিয়ে নেয় ঢেউয়ের পর ঢেউয়ে।
এই অপেক্ষা আদি থেকে অন্ত অবতার এক।
এই অপেক্ষা যুগ থেকে যুগের, কাল থেকে মহাকাল।।
৫ Comments
অসাধারণ বহিঃপ্রকাশ
চমৎকার উপস্থাপন
ওয়াও অনেক সুন়দর হয়েছে।
সুন্দর!
গভীরতর উপলব্ধির উপস্থনায় নিবিড় উদ্বোন।চলুক।ভাল লাগা কবিতা।
Onk sundor hoise