২২৭ বার পড়া হয়েছে
অন্য মনে তুমি
ফারজানা লুবনা
তুমি আমার শ্রাবন দিনের গান।
তুমি আমার মনের মাঝে
লুকিয়ে থাকা অন্য আরেক প্রাণ।
তুমি আমার রোদ পড়া দিন।
একটুকরো একলা আকাশ।
তুমি আমার উদাস মনের
ভীরু কলতান।
তুমি আমার নাবলার কথার
সব বলে ফেলার হাসি।
তুমি আমার স্বপ্নে বাঁচা
মনের ঘরের আশা।
তুমি আমার এক টুকরো
জীবনের হাতছানি।
তোমায় নিয়ে তাইতো
আমি আপন মনে বাঁচি।
২ Comments
সুন্দর!
কবিতা
অল্প কথায়
অনেক কথা।
congratulations