১৯২ বার পড়া হয়েছে
‘অন্তহীন ব্যাকুল হৃদয়’
[তানভীন সাজেদা]
কতো যুগ গ্যালো পেরিয়ে
তোমার সনে হলো না দেখা
অপেক্ষাও যেন আজ ক্লান্ত
চোখজুড়ে জলের রেখা।
করোনার পর যদি ডাকি তোমায়
আসবে কি কৃষ্ণচূড়ার থোকা হাতে
গোধূলির মায়াময় পরিবেশে
হাঁটবো দুজন অলীক মায়াতে।
বন্দি জীবনের যতো কথকতা
সোরগোল তুলে রুমঝুম
ছড়িয়ে দেবো উতল হাওয়ায়
ভাঙাবো বনভূমির ঘুম।
জমানো দুঃখ যত আছে
যদি আমায় দিতে চাও
অঞ্জলি ভরে নেবো সবটুকু
সাথে বন্ধুত্বের প্রতিশ্রুতিটাও।
১ Comment
congratulations