২৫০ বার পড়া হয়েছে
অনেকে নামের আগে হাজি লিখে থাকেন।
ড. আসিফ নজরুল
আদালতে সাক্ষীর কাঠগড়ায় নাম জিজ্ঞেস করলে বলে হাজী অমুক।
আসলে হাজী কারো নাম হতে পারে না। নামের অংশও হতে পারে না।
পিতা মাতা জন্মের পরে সন্তানের যে নাম রেখে থাকেন মূলত সেটিই তার নাম।
যারা হজ্বব্রত পালন করতে পবিত্র বাইতুল্লায় যায় তাদের যাত্রাকালীন এবং হজ্ব পালন করা কালীন ওই সময় টুকুকে হাজী বলে সম্বোধন করা হয়।
হাজী মানে হজ যাত্রী (pilgrim)।
অনেকে এই যাত্রাপথ থেকে ফিরে এসেও নিজেকে হাজী নামে পরিচয় দিতে গর্ববোধ করেন।
নামের আগে হাজি না লিখলে বা হাজী বলে সম্মোধন না করলে রাগ করেন। এমনকি ঝগড়া পর্যন্ত বাধিয়ে দেন।
আমাদের প্রিয় নবীজি ও তাঁর সাহাবীগণ সবাই একাধিকবার হজ্ব করেছেন। আমাদের প্রিয় চার খলিফা সবাই হজ করেছিলেন। কিন্তু কারো নামের আগে হাজি শব্দটি নেই।
যেমন হাজী ওমর (রা.)
হাজী আবু বকর (রা.)
কিংবা হাজী মোহাম্মদ (সা.)
এদের কারো নামের আগেই হাজি শব্দটি নেই।
হজ একটি ইবাদত। যেমন :
নামাজ একটি ইবাদত,
রোজা একটি ইবাদত ,
যাকাত একটি ইবাদত।
কেউ নামাজ পড়লে তার নামের আগে “নামাজী” লেখার দরকার নেই। কেউ যাকাত দিলে তার নামের আগে “যাকাতি” লেখাও বেমানান। । এতে রিয়া প্রকাশ পায়।
লোকদেখানো যাবতীয় আমল এর কারণে আমাদের সবাইকে গুনাগার হতে হবে।
(sources: from his FB/wall)
২ Comments
সুন্দর ও যুক্তিগত কথা
যৌক্তিক লেখায় সহমত।
অভিনন্দন।