১৩৫ বার পড়া হয়েছে
অনুভূতি
(সৈয়দা রোখসানা বেগম)
আমি কবি নই,
তবু খুঁজে বেড়াই কথামালা!
খুঁজে বেড়াই সুন্দর অনুভূতিগুলোকে,
খুঁজে বেড়াই ফুলের রং গুলোকে,
প্রজাপতির ভালোবাসাকেI
কান পেতে শুনি বাতাসের সুর, গুঞ্জন,
কান পেতে শুনি
আছড়ে পড়া ঢেউয়ের আর্তনাদ,
ঝড়ের ভাষাI
শান্ত মনে খুঁজে ফিরি
জোৎস্নার প্রেম,
তারকার ঝিলিমিলিI
সবুজের মাতামাতি আর গভীরতাI
মনে হয় সেই ভালোলাগাগুলোতে
নেশায় বুদ্ হয়ে থাকি অবিরাম,
যেখানে কোনো বারণ নেই,
শুধুই মুগ্ধতাI
______________
সৈয়দা রোখসানা বেগম
১ Comment
আমিও পড়েছি এবং মুগ্ধ হয়েছি