কবি ইফফাত জাহান চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘অনুভবে তুমি’পাওয়া যাচ্ছে একুশে বইমেলা ২০২৪ সহ সারা দেশে।
নিজস্ব প্রতিবেদক:
কবি ইফফাত জাহান চৌধুরী ছোটকাল থেকেই বেড়ে উঠেছে নেত্রকোনার শহরের প্রাণকেন্দ্র কাটলিতে। তার শৈশব এবং কিশোরকাল কাটে বাবা চাচাদের সাথে কাটলিতেই। তিনি কিশোরী নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়া অবস্থায় কবিতা লেখালেখি শুরু করেন। তার বিভিন্ন কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হওয়ার পর দেশের মানুষের মধ্যে সাড়া ফেলে, এতে কবি কবিতা লিখতে আরো উৎসাহিত হন। তিনি তার কবিতায় ভালোবাসার কথা,বিরহের কথা,নারীর অধিকারের কথা, সংসার জীবনের বাস্তব কাহিনি, হারানোর বেদনা কত যে কঠিন বাস্তবতা ইত্যাদি বিষয়কে সাবলিল ভাষায় ফুটিয়ে তুলতেই কলম ধরেন। এবারের একুশে বইমেলায় ২০২৪ এ প্রকাশিত হয়েছে কবি ইফফাত জাহান চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘অনুভবে তুমি’। বইটি প্রকাশ করেছে প্রতিবিম্ব প্রকাশ। বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে: ২৬৬ নম্বর স্টলে।কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন দেশের খ্যাতিমান প্রচ্ছদ শিল্পী আবুল খায়ের (একে লাডু)। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের অনুভুতি জানাতে চাইলে কবি ইফফাত জাহান চৌধুরি বলেন- কবিতা লেখা শুরু করি নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই। কিন্তুু পরিবারের বড়দের ভয়ে কবিতা প্রকাশ করার সাহস পেতাম না। অবশ্য বিয়ের পরে তার হ্যাসব্যান্ড তার লেখা কবিতা দেখে মুগ্ধ হতো এবং তাকে কবিতা লেখার জন্য উৎসাহিত করত। তাই কিছু কবিতা লিখে আমি ফেসবুকে প্রকাশ করেন। এতে তিনি মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পান। যা তাকে আরো বেশি কবিতা লিখতে অনুপ্রাণিত করে। কবিতা লেখেই সকল মানুষের ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চান সারা জীবন। কবির জন্য শুভকামনা।
বইমেলা স্টল # ২৬৬, সোহরাওয়ার্দী উদ্যান।
বইটি সংগ্রহ করতে: ০১৭১৫৩৬৩০৭৯
বইটি প্রকাশ করেছে: প্রতিবিম্ব প্রকাশ
যোগাযোগ- বাড়ি: ১১, সড়ক: ০৩, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা-১২৩০।