অনিমেষ
শাহনাজ পারভীন
আমি তাকিয়ে দেখি কালো মেঘ
তবুও বারবার খুঁজি জোছনার আলো,
আছি তো বেশ ভালো!
তবুও ভূগোল ম্যাপ দেখি অজস্র
নাই আমার কোন যন্ত্র মন্ত্র।
বেহায়াপনা মন সামলাতে সারাক্ষণ
এতো অস্থির তোলপাড় যখন তখন
তবুও আশায় আশ্রয় খুঁজতে থাকি সর্বক্ষণ।
অতৃপ্ত রসনার কথা হবেনা কারও কাছে শেষ,
নির্লজ্জা আত্মার অভিপ্রায় ও
ক্ষণিকের জন্য দেখি অনিমেষ।
তবুও
আছি তো বেশ ভালো!
দেখি অন্ধরাতে ঝাপসা চোখের কোনে
এক রত্তি আলো,,
তাই দেখতে পাই না কোন কালো।
আমি বড্ডই বেশি দেখি ঐ নীল আকাশ
বারবার ছুঁয়ে দেয় নিরবে আমায় ঐ বাতাস।
কিন্তু,,,,
নিরব আওয়াজ দেহ খানি করে জরাজীর্ণ
বুঝতে পারি শব্দটা ছিল ঠাস ঠাস
তবুও দেহ খানি করেনি কখনো হাস ফাঁস।
রক্ত নদীর বাঁকে কবিতার মাঝে
ছড়িয়ে থাকা নিরব ভাষাতে,
এক রত্তি ভালোবাসার অবুঝ মন ভুলাতে!
আছি তো বেশ ভালো!
দেখি গাছের পাতার ফাঁকে ফাঁকে
এক রত্তি শান্তির আলো।
কেউ কি বুঝতে পারে?
এটাই সত্য এটাই সত্যের সৃষ্টি
কেউ হয়না কখনো সন্তুুষ্টি।
আসল আত্মতৃপ্তির ঢেকুর তোলায়
বিমোহিত দর্শক এই বেহায়াপনা মন ভীষণ রকম
আপন মনও হয় তখন ভীষণ কৃপণ,
তাই তো ভাল্লাগে না যখন তখন।
শুধু শুধু অকারণে হয়রানি আর আহাজারি
করে যেন আজব অভিনয় আজব বারাবাড়ি।
২ Comments
Gooo Excellent
congratulations