২০৮ বার পড়া হয়েছে
অধরা
সাঈদা চৌধুরী
হৃৎপিণ্ডের ভিতরে এক খন্ড ভূমি
একটি উন্মুক্ত আকাশ
পুরোটা জুড়ে আছো, তবু
দেখতে পাও না তুমি।
ঝরা পাতায় তোমার ছায়ায়
যাই যে হেঁটে আমি
তোমার নিঃশব্দের শব্দগুলো
হৃদয়ে আমার বাজে
শুনতে পাও না তুমি।
চোরাবালির তলার জলে
গড়িয়ে পড়া জল
নোনাবালি আছড়ে পড়ে
আড়াল করে সব।
অধরা তোমায় ধরতে চাই না
তবুও হৃদয়ের অলিন্দে,
বিষণ্ণ সন্ধ্যায় যদি ডেকে যাই
সাড়াটুকু দিও নির্দ্বিধায়।
____________
সাঈদা চৌধুরী, ২০.৬.২০১৮