১৫৯ বার পড়া হয়েছে
অতীত
আলো আহমেদ
অতীত তুমি কাজল হয়ে ভাসো
আমার আবাসস্থল দেখছি
পথের পর পথ পেরিয়ে ছুটে
আসছে আমার দুয়ারের বাইরে
চাঁদ সেখানে নগ্ন হয়ে বুকের বোতাম
খোলছে!
চাঁদ কোনদিন বুঝেনি জেগে থাকা মানুষের
বুকের গভীরে কত অন্ধকার,
বঞ্চিতা বুক চাপড়ানো কান্নার শব্দ
কোনদিন বুঝেনি উদাস বাতাস,
ধূসর প্রান্তরের দিকে তাকালে এখনো
কিছু মানুষের চিৎকার গাছের বোঁটার
মত লাফায়!
যে আধাঁর ঘর কাজল আরো আঁধার করে
এই অন্ধকার একটি মানুষের নিঃশ্বাস
দুঃস্বপ্নের মতো গলে যাচ্ছে প্রতিনিয়ত,
যখন পতঙ্গের মুখে নেই আর
কোন আরাধনা-
আমি তোমার নামে পাঠ করি!
__________________
আলো আহমেদ: ১-১৬-২০২৩