অচেতন অক্ষর
সোহেলা পারভীন
আমি তোমার একমুঠো আদর,
কল্পনার রঙে মেখে নাও তার সবটুকু।
তোমার আলোতে করেছি স্নান
সেই স্মৃতি কি হতে পারে ম্লান?
তুমি আমার কবিতার খাতা
ছন্দময় ডায়েরির প্রতিটি পাতা।
তোমারি চারিদিকে হয়ে গেছি ছায়া
তুমিইতো জল জোছনার মায়া।
অচেতন অক্ষরের মতো তোমায় করেছি অনবরত পাঠ।
আমি তোমার রোদেলা উঠোন
স্বর্গের অমৃত সুধা করেছি পান।
তোমাকে হারাই যদি, সে হবে জীবনের অক্ষমতা।
নিরালায় যদি কভু পরে মনে,
তৃপ্ত হবে এক প্রেমে, জীবনের সর্ব প্রেম তৃষা।
অপেক্ষায় রবো সন্ধ্যা প্রদীপ হাতে
সেদিনও তুমি ছায়া হয়ে রবে মোর সাথে।
জানো কি সায়ান্নের অন্ধকারে পড়তে পারি তোমায়?
শিউলি কাননে শিশির সিক্ত ফুল যখন,
মাটিতে লুটায়ে পড়ে।
পরম যত্নে সেই পুষ্পে মালা গেঁথে নিজেরে জড়াই
ঠিক অচেতন অক্ষরের মতো তোমারে খুঁজে পাই।
কিছু বৃষ্টি ফোঁটা, টলটলে শিশির কণা,
কিছু থমথমে মেঘের আনাগোনা,
এত কাছে তবুও খুব অচেনা,
এই বেলি ফুলের মালাটা একটু বেশি প্রিয়
কারণ এটা প্রিয় মানুষের দেয়া উপহার।
অরণ্য তাই তোমারি মাঝে বিচরণ প্রতিনিয়ত,
অরণ্য এই কবিতাটি তোমার জন্য।