১৪৬ বার পড়া হয়েছে
অচল পয়সা
এস এম শহীদুল্লাহ সরকার
(মেলান্দহ জামালপুর)
অবৈধ পথে হারাম রুজি,
নিত্য করে যারা,
গুরুর সন্ম্মান নষ্ট করতে,
দ্বীধা করেনা তারা।
রাতারাতি হয় বড়লোক,
আকাশে দেয় লাফ,
আগুল ফুলে হয় কলাগাছ,
বাবাকে দেখায় ভাব।
শিক্ষা দীক্ষা না থাকিলেও,
টাকায় করে বাহাদুরি,
লম্ফঝম্প তারা মেরে উড়ায়,,
ট্রেনের ছাদে ঘুড়ি।
নিজেকে ভাবে বড় গুনিজন,
করে চেয়ার দখল,
কাজ কর্মগুন নয়তো খাঁটি,
সবখানে ভাব নকল।
হইলে টাকায় পকেট ভারি,
চলে তারা ঝাকানাকা,
পশ্রাব পায়খানায় যায় মটরে,
মারগুতে লাগায় চাকা।
অচল পয়সা কভু হইলে দামি,
যেমন মুল্য বেড়ে যায়,
অসাধুজন তব হইলে সাধু,
যা হবার তাই হয় ।
৩ Comments
Excellent poem
Excellent pem
কেউ লিখে,কেউ রাজ পথে,কেউ বক্তব্য দিয়ে দেশটাকে নিরাপদ স্থানে রাখবে ।